উত্তরদিনাজপুর

বেশ কয়েকটি দাবি নিয়ে প্রশাসনের দারস্ত হল শতাধিক ভিক্ষুক

ভিক্ষুকদের বিক্ষোভ মিছিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম রাম হরে হরে এই ধ্বনির পাশাপাশি শুনতে পাওয়া গেল এক অন্য রকমের ধ্বনি। আর সেটা হল আমরা সর্বহারা।এই ধনি তুলে বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে একত্রিত হয়ে প্রশাসনের দারস্ত হল শতাধিক ভিক্ষুক। হ্যাঁ এমনি ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিডিও অফিসে। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের ভিক্ষ্যুকেরা "আমরা সর্বহারা ব্যনারে" ইন্দ্রা আবাস যোজনা, প্রধান মন্ত্রী আবাস যোজনা, ২ টাকা কেজি দরে চাল ও গম, শৌচালয়, বিধোভা ভাতা, বার্ধক্য ভাতা সহ আর বেশকিছু দাবি দাওয়া নিয়ে কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও পরিমল কুমার দাসকে মৌখিক ভাবে জানায়। তাদের যুগ্ম বিডিও আশ্বাস দেন তারা যদি লিখিত ভাবে জানান তাহলে বিষয় গুলি খতিয়ে দেখবেন। এদিনের ভিক্ষ্যুকদের বিক্ষোভের জেরে সাধারন মানুষ ভির জমায় ব্লক অফিসে। কারন এই বিক্ষোভ কোন রাজনৈতিক দল নয় এই বিক্ষোভ দেখায় ভিক্ষ্যুকেরা। 

            এদিন ভিক্ষ্যূক কালি দাস সরকার জানান, সরকারি যেসব সুবিধা রয়েছে সেগুলি থেকে তারা বঞ্চিত হয়। তাদেরকেও অন্যদের মতো ইন্দ্রা আবাস যোজনা, প্রধান মন্ত্রী আবাস যোজনা, ২ টাকা কেজি দরে চালও গম, শৌচালয়, বিধোভা ভাতা, বার্ধক্য ভাতা সহ আর বেশকিছু দাবি দাওয়া নিয়ে কালিয়াগঞ্জের যুগ্ম বিডিও পরিমল কুমার দাসকে মৌখিক ভাবে জানায়।

            এদিকে যুগ্ম বিডিও পরিমল কুমার দাস জানান, বিক্ষ্যুকদের যেসব সমস্ত  সমস্যা রয়েছে তাদের লিখিত ভাবে জানাতে বলা হয়েছে। তিনি লিখিত পেলেই ব্যবস্থা নিতে পারবেন।